বৃষ্টির জন্য টস পিছিয়ে গেল ম্যাচ ভারত-পাকিস্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ১৬৯ বার পঠিত হয়েছে

আশঙ্কাই সত্যি হল বৃষ্টির কোপ পড়ল ভারত-পাকিস্তান ম্যাচে। ভারতীয় সময় ৭.৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ হবে। তারপরই টসের সময় জানানো হবে। খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি থামলেও পিচ এখনও ঢাকা আছে। আউটফিল্ড ভেজা। তাই টস পিছিয়ে যায়। তবে ওয়ার্ম আপে নেমে পড়েছে ভারতীয় দল।

কোহলি, রোহিতরা‌ শারীরিক কসরত করছে। ক্রিস গেইলের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ভারত অধিনায়ককে। খোশমেজাজে আছে ভারতীয় শিবির। তুলনায় সিরিয়াস গ্রিন আর্মিরা। এমনিতেই নাসাউয়ের পিচ নিয়ে তুমুল চর্চা হচ্ছে। পিচে অসমান বাউন্স রয়েছে।

খেলা শুরুর আগে বৃষ্টি হওয়ায় পিচ থেকে সুবিধা পাবে পেসাররা। পিচে আদ্ররা থাকবে। তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টসে জিতে ফিল্ডিং করতে চাইবে দুই অধিনায়ক।

বৃষ্টির জন্য টস পিছিয়ে গেল ম্যাচ ভারত-পাকিস্তান

প্রকাশ: ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

আশঙ্কাই সত্যি হল বৃষ্টির কোপ পড়ল ভারত-পাকিস্তান ম্যাচে। ভারতীয় সময় ৭.৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ হবে। তারপরই টসের সময় জানানো হবে। খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি থামলেও পিচ এখনও ঢাকা আছে। আউটফিল্ড ভেজা। তাই টস পিছিয়ে যায়। তবে ওয়ার্ম আপে নেমে পড়েছে ভারতীয় দল।

কোহলি, রোহিতরা‌ শারীরিক কসরত করছে। ক্রিস গেইলের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ভারত অধিনায়ককে। খোশমেজাজে আছে ভারতীয় শিবির। তুলনায় সিরিয়াস গ্রিন আর্মিরা। এমনিতেই নাসাউয়ের পিচ নিয়ে তুমুল চর্চা হচ্ছে। পিচে অসমান বাউন্স রয়েছে।

খেলা শুরুর আগে বৃষ্টি হওয়ায় পিচ থেকে সুবিধা পাবে পেসাররা। পিচে আদ্ররা থাকবে। তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টসে জিতে ফিল্ডিং করতে চাইবে দুই অধিনায়ক।