মুন্সীগঞ্জের সিরাজদীখানে বজ্রপাতে অপু বাড়ৈ (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অপু বাড়ৈ উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও এলাকার সুবোধ বাড়ৈয়ের ছেলে।
জানা যায়, অপু বাড়ৈ বাড়ির পাশের হাজিগাঁও চকে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি মারা যান।
কেয়াইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গোবিন্দ ঘোষ বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পরে অপু বাড়ৈকে স্থানীয় একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি শুনেছি।’