পবিত্র ঈদুল আযহা

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ২০৮ বার পঠিত হয়েছে

ঈদুল আযহার দিন সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে তিন বিভাগে বেশি আর তিন বিভাগে কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা টার্গেটকে জানান, এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, ঈদের দিনও সেভাবে বৃষ্টি হবে। তবে অঞ্চলভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে।

তিনি বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, ঢাকা বিভাগের কয়েকটি জেলায় সামান্য এবং রাজশাহী, খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তবে ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। এদিকে বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে প্রকৃতিতে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ছে। এ অবস্থায় আগামী তিন দিন সারা দেশে ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারি বর্ষণেরও কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে।

পবিত্র ঈদুল আযহা

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ঈদুল আযহার দিন সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে তিন বিভাগে বেশি আর তিন বিভাগে কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা টার্গেটকে জানান, এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, ঈদের দিনও সেভাবে বৃষ্টি হবে। তবে অঞ্চলভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে।

তিনি বলেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, ঢাকা বিভাগের কয়েকটি জেলায় সামান্য এবং রাজশাহী, খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তবে ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। এদিকে বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে প্রকৃতিতে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ছে। এ অবস্থায় আগামী তিন দিন সারা দেশে ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারি বর্ষণেরও কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে।