বাংলাদেশে ঈদুল আজহার দিন কন্যা সন্তানের বাবা হয়েছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার (১৭ জুন) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।
সোমবার নিজের ফেসবুক একাউন্টে একটি ছবি পোস্ট করে সেখানে সাইফউদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে সবাই দোয়া করবেন।’
২০২৩ সালের মার্চে ফেনী শহরে বিয়ের অনুষ্ঠান সারেন সাইফউদ্দিন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সাইফউদ্দিনের স্ত্রী।
এদিকে একের পর এক চোট সাইফউদ্দিনকে খেলা থেকেই দূরে ঠেলে দিয়েছিল অনেকটা। পিঠের ব্যথা কখনও আসে, কখনও যায়। ২৭ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেটটা এভাবেই খেলে আসছেন।
গেল বিপিএলে ভালো পারফর্মেন্স করলেও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। তবে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে জায়গা করে নিতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।