ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
১৬ মাসে সর্বনিম্ন লেনদেন ডিএসই

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময়: ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ১১৬ বার পঠিত

ঈদুল আজহার ছুটি শেষে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। তবে উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন। এতে গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে ডিএসইর লেনদেন।

বুধবার (১৯ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে বুধবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬১ দশমিক ৩৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২২ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৪৪ দশমিক ১৩ পয়েন্ট ও ১ হাজার ১২১ দশমিক ৩১ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। যা প্রায় গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকা।

এ ছাড়া বুধবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩২টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এছাড়া প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ও আলিফ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ২২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬০৮ দশমিক ৪৬ পয়েন্টে ও ৮ হাজার ৭৮৬ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে সিএসই সূচকের মান। সূচকটি অবস্থান করছে ৯৪৮ দশমিক ১৪ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৭৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭ দশমিক ১১ পয়েন্টে ও ১১ হাজার ৪১০ দশমিক ৪৭ পয়েন্টে।

তবে সিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১০ কোটি টাকা।

সিএসইতে ১৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে এদিন। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।

১৬ মাসে সর্বনিম্ন লেনদেন ডিএসই

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশের সময়: ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

ঈদুল আজহার ছুটি শেষে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। তবে উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন। এতে গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে ডিএসইর লেনদেন।

বুধবার (১৯ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে বুধবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬১ দশমিক ৩৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২২ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৪৪ দশমিক ১৩ পয়েন্ট ও ১ হাজার ১২১ দশমিক ৩১ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। যা প্রায় গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকা।

এ ছাড়া বুধবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩২টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এছাড়া প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, বিকন ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ও আলিফ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ২২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬০৮ দশমিক ৪৬ পয়েন্টে ও ৮ হাজার ৭৮৬ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে সিএসই সূচকের মান। সূচকটি অবস্থান করছে ৯৪৮ দশমিক ১৪ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৭৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭ দশমিক ১১ পয়েন্টে ও ১১ হাজার ৪১০ দশমিক ৪৭ পয়েন্টে।

তবে সিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১০ কোটি টাকা।

সিএসইতে ১৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে এদিন। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।