শেষ তিন ওভারে দরকার ছিল ২৫ রান, হাতে ছিল ৬ উইকেট। অথচ সে ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। দারুণ বোলিংয়ে ইংলিশদের থেকে জয় ছিনিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রোটিয়ারা।
সেন্ট লুসিয়ায় শুক্রবার (২১ জুন) সুপার এইটে গ্রুপ ‘টু’ এর ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৬৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমেছে থ্রি লায়ন্স।