বাংলাদেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রায়শই বাতাসে দুজনের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব ও তিক্ততা বাতাসে ভেসে বেড়ায়। তবে ব্যক্তিগত সম্পর্কে যতই ফাটল ধরুক, সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় বলতে কোনো দ্বিধাবোধ করেননি সাবেক ওয়ানডে অধিনায়ক।
ক্রিকইনফোর এক অনুষ্ঠানে তামিম জানিয়েছেন, টাইগারদের ব্যাটিং সমস্যা সমাধানে সাকিবের তিনে অথবা চারে ব্যাট করা উচিত। এছাড়া অভিজ্ঞ এ ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারই বল করা উচিত বলেও মত দিয়েছেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখাতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। রান খরা থেকে বের হয়ে আসতে পারছে না টপ অর্ডার। জ্বলে উঠতে পারছেন না অভিজ্ঞরা। পাঁচ ম্যাচ খেলে একমাত্র নেদারল্যান্ডস ম্যাচেই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন সাকিব। ৪৬ বলে খেলেছিলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। তার থেকে সুপার এইটের বড় ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স আশা করেন তামিম।
ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘অবশ্যই। সে (সাকিব আল হাসান) বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সে। বড় খেলোয়াড়কে বড় ম্যাচে পারফর্ম করতে হবে। বছরের পর বছর সে বাংলাদেশের হয়ে অসাধারণ পারফর্ম করে আসছে। কিন্তু তার যদি ব্যাটিংয়ে সেট হতে সময় লাগে তাহলে তার উচিত উপরে ব্যাট করা। যাতে কিছু ওভার খেলে সে নিজেকে ঝালিয়ে নিতে পারে। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রাম করছে। সুতরাং সাকিবের উচিত তিন অথবা চার নম্বরে নেমে ব্যাট করে নিজেকে সেট করা। কারণ বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে প্রতি আক্রমণ করার অভিজ্ঞতা আছে তার।’
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও সাকিবের অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ তামিমের। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র ১০.২ ওভার বল করেছেন তিনি। তবে তামিম মনে করেন, ভারতের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে কার্যকরী ভূমিকা রাখতে পারেন অভিজ্ঞ সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বল না করলেও ভারতের বিপক্ষে তার ৪ ওভারই বল করা উচিত বলে মত তামিমের।
সাবেক ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পেস বোলিং বিভাগ ভালো বল করছে। কিন্তু সাকিব আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে এটা করছে। ভারতের জন্য রান করছে সূর্যকুমার যাদব। যদি আমি ভুল না করি, শেষ দুই দেখায় সাকিব তাকে আউট করেছিল। একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার (গত বছর) ৫০ ওভারের এশিয়া কাপে। সুতরাং তার ৪ ওভার বল করা উচিত। কারণ সে আপনার সেরা বোলার।’
টিকে থাকার লড়াইয়ে শনিবার (২২ জুন) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।