তাসকিন-রিশাদদের নিয়মিত বোলিংয়ে অল্পতেই থেমে গেল আফগানিস্তানের পুঁজি। শুরুটা ভালো করলেও রিশাদের ঘূর্ণি এবং তাসকিন-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১১৫ রান করে আফগানিস্তান।
অল্প রানে আফগানদের থামিয়ে এখন সেমির আশা জেগেছে বাংলাদেশের সামনেও। ১২.১ ওভারের মধ্যে যদি বাংলাদেশ এই লক্ষ্য করতে পারে, তবে টাইগাররাই সেমির টিকিট পাবে। এদিকে কিংসটনে শুরু হয়েছে বৃষ্টি।