পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে স্ট্রোক করে মারা গেছেন মোঃ আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারী প্রধান শিক্ষক। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি শিক্ষকদের বসার কক্ষে (লাইব্রেরী) বসে মৃত্যুবরণ করেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদার বলেন, আলতাফ হোসেন সাড়ে বারোটার দিকে নবম শ্রেণির পাঠদান শেষ করে অফিস কক্ষে এসে বসেন। পরে তিনি দোকান থেকে হালকা নাস্তা এনে অফিস কক্ষে বসেই খাচ্ছিলেন এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি এর আগেও দুই বার স্টোক করে ছিলেন। তখন থেকেই তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাগরিকা বলেন, আলতাফ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।