কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। তবে প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।
মঙ্গলবারও (২৫ জুন) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের কথা জানানো হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকেও সর্তক সংকেত দেখানোর নির্দেশও দেয়া হয়।
আবহাওয়াবিদ মোঃ আব্দুর রহমান খানের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
তাই ১৯ জেলার নদীবন্দরগুলোকে এক সতর্ক সংকেত দেখাতে বতে বলেছে আবহাওয়া অফিস।