বন্দরনগর ভৈরবের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ এর ২০২৪ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেড রহমান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ, কলেজ এডহক কমিটির সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ টিপু সুলতান, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জেসমিন আক্তার, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ ফুরকান উদ্দিন।
অনুষ্ঠানে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ ও নির্বাচনী পরীক্ষার কৃতি ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মৌলানা এনায়েত উল্লাহ ভৈরবীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, এ কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে ১৯৮, ব্যবসায় শিক্ষা ৫৩ ও মানবিক বিভাগ থেকে ৪১৫ সর্বমোট ৬৬৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করবে।