ফেনীর ছাগলনাইয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাহাদী হাসান (১৮) ও শাহীন মাহমুদ অভি (১৬) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা ও ঘোপাল ইউনিয়নের মধ্যম লাঙ্গল মোড়া গ্রামের পৃথক এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে মাহাদী হাসান ও মধ্যম লাঙ্গল মোড়া গ্রামের ফজলুল করিমের ছেলে শাহীন মাহমুদ অভি। মাহাদী হাসান এ বছর আলিম পাস করে ফেনীতে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। আর শাহীন মাহমুদ অভি নিজকনজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাধানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেলে তারা গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে শুরু হলে তারা মাটিতে লুটে পড়ে।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।