বাগেরহাটের বইটপুর বাজার সংলগ্ন ফকিরডাঙ্গা গ্রামে আবু দাউদ শেখ (৪৫) ও কুহেলী সুলতানা লাখি (৩৫) এক সঙ্গে একই ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হন, তাদের ১ ছেলে ও ১ মেয়ে। তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌস তাদের ঘরের দরজা টকাটাকি করলে দরজা না খোলায় দরজা ভেঙে তার বাবা-মায়ের লাশ উদ্ধার করে।
পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় যে, আবু দাউদ শেখ সকালে হাটতে বের হন, তিনি হেঁটে এসে তার স্ত্রীর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পায়, তাই দেখে তিনিও একই ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।