ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহাপুর ঘি-ঘাটি গ্রামের মাঠ থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।
স্থানীয়রা জানায়, আলমগীর হোসেন বিকালে গ্রামের মাঠে নিজের জমিতে লাগানো ঘাস কাঁটতে যান। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফেরে না আলমগীর। পরে পরিবারের লোকজন মাঠে খোঁজ নিয়ে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ হত্যার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে।