টানা কয়েকদিন দাবদাহের পর দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে দমকা বাতাসও। রাজধানীতে বৃষ্টির দেখা না মিললেও ছিল শীতল বাতাস। এতে কমেছে তাপমাত্রাও। ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার (১৯ মে) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১০৬ মিলিমিটার। চট্টগ্রামের সন্দ্বীপে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া অন্য জায়গায় ৫৫ মিলিমিটারের নিচে বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বাগেরহাটের মোংলায় রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
তাপপ্রবাহ: রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিনে রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তৃতীয় দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২২ মে) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘণীভূত হতে পারে।