খুলনার কয়রার কপোতক্ষণ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার সাইফুল তরফদার নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৭ জুলাই রবিবার বেলা তিনটার দিকে কয়রা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, বালু ব্যবসায়ীরা উপজেলার সর্ব দক্ষিনে দক্ষিণবেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকার কপোতাক্ষ নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে আংটিহারা কোস্টগার্ডের একটি দল তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।