রাজধানীর তুরাগ থানাধীন ১৫ নং সেক্টর বালুর মাঠ এলাকা জুড়ে পুলিশের নাম ভাঙ্গীয়ে প্রতিদিন বিভিন্ন দোকান থেকে ১০০/৫০ টাকা করে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে ,চেয়ারম্যান নামে ঐ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি দৈনিক টার্গেট কে বলেন, প্রতিদিন পাসপোর্ট অফিসের দালাল চক্রের সদস্যদের দোকান থেকে ১০০ টাকা, ভাঙ্গারী দোকান থেকে ৫০ টাকা, রিকশা গ্যারেজ থেকে ৩০ টাকা ও চা দোকান থেকে ২০ টাকা করে তোলা হয়। এভাবে টাকা তুলে সারাদিন পর যে পুলিশ অফিসার ১৫ নং সেক্টর ৪ নং বিট এলাকায় ডিউটিতে থাকে তাকে সব টাকা দেওয়া হয়। চেয়ারম্যান নামের ঐ ব্যক্তি বলেন , সব টাকা দিলে ঐ উঠানো টাকা থেকে ৪০০ টাকা চেয়ারম্যান কে দিয়ে, বাকি টাকা পুলিশ নিয়ে যায় জানায় চেয়ারম্যান।
চাঁদা দেওয়ার বিষয় নিয়ে ফুটপাতের দোকানদার বলেন, সারা দিন যদি এক টাকা বিক্রি না হয় তবুও চেয়ারম্যান কে চাঁদা দিতেই হয়।চাঁদা না দিলে পুলিশ দিয়ে তুলে নিয়ে মামলা দিবে বলে হুমকি দেন চাঁদাবাজ চেয়ারম্যান।
প্রতিদিন ৫/৭ হাজার টাকা, মাসে আনুমানিক চাঁদা তুলছেন দুই থেকে আড়ায় লক্ষ টাকা।
তুরাগ থানা পুলিশের নাম ভাঙ্গীয়ে প্রায় ৬ বছর যাবৎ চাঁদা তুলছেন চেয়ারম্যান নামের ঐ ব্যক্তি।
এই চাঁদা তোলার বিষয় নিয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ শেখ সাদেক এর সাথে কথা হলে ,তিনি বলেন এ বিষয়ে কিছুই জানেন না।
তিনি আরো বলেন, এই চেয়ারম্যান নামে ব্যক্তি কে টাকা তুলতে দেখলে আমাকে ফোন দিবেন,অন্য কোনো ব্যক্তি যদি পুলিশের নাম ভাঙ্গিয়ে হুমকি ধামকি দিয়ে চাঁদা তুলে আমাদেরকে জানাবেন।এসব চাঁদা বাজদের শেল্টার দাতাদের কেউ ছাড় দেওয়া হবে না বলেন তিনি ।