সম্প্রতি একটি বিয়ের কার্ড ঘিরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার সেই গুঞ্জনের ডালপালা মেলল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথাতে।
সোমবার (১ জুলাই) রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ওই স্ট্যাটাসে দীঘি একটি ছবি পোস্ট করেছেন। যে ছবি নেটিজেনদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা।
ছবিতে দেখা যাচ্ছে, একটি কার্ড। কার্ডের ওপরে এক পাশে রয়েছে দীঘির ছবি। কিন্তু কার্ডটি কীসের তা অভিনেত্রী বাম হাতের আঙুল দিয়ে ঢেকে রেখেছেন।
তবে সেখানেও যেন দীঘি আরও চমক জুড়ে দিয়েছেন। বাম হাতের অনামিকায় আংটি পরেছেন অভিনেত্রী। আর তাতেই ভক্তরা ভাবছেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীঘি।
এ ছবির ক্যাপশনেও চমক রেখেছেন এ স্টার কিড। লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
সব জল্পনার অবসান হয়ে এবার জানা গেল, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।
বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে তার। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’
দীঘির সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেখানে দীঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
দীঘিকে নিয়ে চরকির সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’
ভিডিওর সঙ্গে সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ! অভিনেত্রীর এমন ক্যাপশনে এটা স্পষ্ট, ছবির প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিয়েছেন।