কয়রাব প্রতিনিধি, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে উপজেলা সদরের ৩ নং কয়রা গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র মোঃ রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ২ নং কয়রা গ্রামের বজবুজিয়া সরকারি জলমহল থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের গোপন সূত্রে খবর পেয়ে ৯ জুলাই বেলা ৩ টায় কয়রা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার এই টাকা আদায় করেন।