‘আজব কারখানা’ ৫ প্রেক্ষাগৃহে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ১৯৮ বার পঠিত হয়েছে

আজব কারখানা

শাকিব খানের ‘তুফান’ তাণ্ডবের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও একটি ছবি ‘আজব কারখানা’। শুক্রবার (১২ জুলাই) থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি। শবনম ফেরদৌসী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল।

ছবির সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। তার মধ্যে- বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিট। মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমা হলে বিকেল ৫টা ১০ মিনিট। এছাড়াও যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হবে ছবিটি।

একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ‘আজব কারখানা’র গল্প। সেই রকস্টার নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শ নেন। সেখানে বাউল শিল্পীদের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী ছবির গল্পে তুলা ধরা হয়। এতে উঠে আসে শিল্পীর জীবন-সংগ্রামের কথা।

ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।

‘আজব কারখানা’ ৫ প্রেক্ষাগৃহে

প্রকাশ: ০৯:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

শাকিব খানের ‘তুফান’ তাণ্ডবের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও একটি ছবি ‘আজব কারখানা’। শুক্রবার (১২ জুলাই) থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি। শবনম ফেরদৌসী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল।

ছবির সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। তার মধ্যে- বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিট। মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমা হলে বিকেল ৫টা ১০ মিনিট। এছাড়াও যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হবে ছবিটি।

একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে ‘আজব কারখানা’র গল্প। সেই রকস্টার নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শ নেন। সেখানে বাউল শিল্পীদের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী ছবির গল্পে তুলা ধরা হয়। এতে উঠে আসে শিল্পীর জীবন-সংগ্রামের কথা।

ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।