ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে ৪ হাড়ি রান্না করা হরিণের মাংস উদ্ধার 

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময়: ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৭৫ বার পঠিত

সুন্দরবনের গহীনে হরিণের মাংস রান্না করে খাওয়ার আগেই মাংস ফেলে পালিয়ে গেলেন জেলেরা। ঘটনাটি ঘটেছে ২০ মে সোমবার ভোরে সুন্দরবনের পাতকোষ্টা টহলপাড়ীর আওতাধীন গোমসাে খাল এলাকায়।

পাতকোষ্টা বন টহল ফাঁড়ির ইনচার্জ শ্যামাপ্রসাদ রায় জানান, ভোর রাতে গোমসা খাল এলাকায় ৩টা জেলে নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আলোয় দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথায় ভাত খেতে বসেছেন, এ সময় তারা আমাদের উপস্থিতি টের পেয়ে ভাতের প্লেট রেখে নৌকা থেকে লাফিয়ে গহীন বনের ভিতরে পালিয়ে যায়। চেষ্টা করেও কাউকে আটক করা যায়নি। পরিত্যক্ত তিনটা নৌকা তল্লাশি করে ৪ হাড়িতে রান্না করা হরিণের মাংস এবং প্লেটে ভাত মাখানো মাংস পাওয়া যায়। তিনি বলেন, এসব নৌকায় কাকড়া ধরার সরঞ্জামাদি ছিল। ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কাকড়া ধরার পাস নিয়ে বনে প্রবেশ করে হরিণ শিকার করে খাওয়ার আয়োজন করছিলেন। তিনি বলেন এ সময় রান্না করা মাংস সহ তিনটা নৌকা জব্দ করা হয়।

এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। আদালতের নির্দেশে হরিনের কান্না করা মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে।

স্বদেশ প্রত্যাবর্তনে রাসেল ও সুইটকে জাতীয়তাবাদী পরিবার ৭ নং ওয়ার্ড সিলেট মহানগরের সংবর্ধনা

সুন্দরবনে ৪ হাড়ি রান্না করা হরিণের মাংস উদ্ধার 

প্রকাশের সময়: ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

সুন্দরবনের গহীনে হরিণের মাংস রান্না করে খাওয়ার আগেই মাংস ফেলে পালিয়ে গেলেন জেলেরা। ঘটনাটি ঘটেছে ২০ মে সোমবার ভোরে সুন্দরবনের পাতকোষ্টা টহলপাড়ীর আওতাধীন গোমসাে খাল এলাকায়।

পাতকোষ্টা বন টহল ফাঁড়ির ইনচার্জ শ্যামাপ্রসাদ রায় জানান, ভোর রাতে গোমসা খাল এলাকায় ৩টা জেলে নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আলোয় দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথায় ভাত খেতে বসেছেন, এ সময় তারা আমাদের উপস্থিতি টের পেয়ে ভাতের প্লেট রেখে নৌকা থেকে লাফিয়ে গহীন বনের ভিতরে পালিয়ে যায়। চেষ্টা করেও কাউকে আটক করা যায়নি। পরিত্যক্ত তিনটা নৌকা তল্লাশি করে ৪ হাড়িতে রান্না করা হরিণের মাংস এবং প্লেটে ভাত মাখানো মাংস পাওয়া যায়। তিনি বলেন, এসব নৌকায় কাকড়া ধরার সরঞ্জামাদি ছিল। ধারণা করা হচ্ছে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কাকড়া ধরার পাস নিয়ে বনে প্রবেশ করে হরিণ শিকার করে খাওয়ার আয়োজন করছিলেন। তিনি বলেন এ সময় রান্না করা মাংস সহ তিনটা নৌকা জব্দ করা হয়।

এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। আদালতের নির্দেশে হরিনের কান্না করা মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে।