রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য

হয়রানি রোধে সহায়তা সেল গঠন করল রাবি প্রশাসন

  • সাগর
  • প্রকাশ: ০৮:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪
  • ১৫৮ বার পঠিত হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের হয়রানি রোধে সহায়তা সেল গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (রাবি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. রতন কুমার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এর প্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, এই বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সহায়তা সেলের সদস্য সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করব। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী নিজ এলাকায় প্রশাসনের হয়রানির শিকার হলে এবং আমাদের অবগত করলে আমরা ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে এবং শহর থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য

হয়রানি রোধে সহায়তা সেল গঠন করল রাবি প্রশাসন

প্রকাশ: ০৮:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের হয়রানি রোধে সহায়তা সেল গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (রাবি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. রতন কুমার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এর প্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, এই বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সহায়তা সেলের সদস্য সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করব। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী নিজ এলাকায় প্রশাসনের হয়রানির শিকার হলে এবং আমাদের অবগত করলে আমরা ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে এবং শহর থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।