সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত তিন দিনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় উল্লেখিত তিন দিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ কর্মসূচির প্রথমদিনে দেশে ২৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সময় সংবাদের সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫, রংপুরে ৪, পাবনায় ৩, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ২, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ১, কুমিল্লায় ১, ঢাকায় ১ ও বরিশালে ১ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে সহিংসতা ও প্রাণহানি রোধে, রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা থাকলেও, সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকার তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় জানানো হয়, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।