১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসিকে: জয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ০১:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৭০ বার পঠিত

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি-আমাদের যথেষ্ট হয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, ‘তার বয়স সত্তরের ঘরে। তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করল-তিনি এতে “খুবই হতাশ” হয়েছেন।’

সজীব ওয়াজেদ জয়, আজকের দিন পর্যন্ত সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা। এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন।’

শেখ হাসিনার ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। একটা গরিব দেশ ছিল।আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত। তিনি ভীষণই নিরাশ হয়েছেন।’

বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘কেবল গতকালই ১৩জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উচ্ছৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে, তখন পুলিশের কাছে আপনি কী আশা করেন?’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়ে জনতা। সেখানে জনতা উচ্ছ্বাসের পাশাপাশি কিছু লোক লুটও করে। এ নিয়ে অবশ্য পরে আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কাজ দৃষ্কৃতকারীরা করছে। এদের থেকে সাবধান থাকার আহ্বানও জানান তারা।

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে আয়োজন

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসিকে: জয়

প্রকাশের সময় : ০১:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি-আমাদের যথেষ্ট হয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, ‘তার বয়স সত্তরের ঘরে। তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করল-তিনি এতে “খুবই হতাশ” হয়েছেন।’

সজীব ওয়াজেদ জয়, আজকের দিন পর্যন্ত সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা। এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন।’

শেখ হাসিনার ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। একটা গরিব দেশ ছিল।আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত। তিনি ভীষণই নিরাশ হয়েছেন।’

বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘কেবল গতকালই ১৩জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উচ্ছৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে, তখন পুলিশের কাছে আপনি কী আশা করেন?’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়ে জনতা। সেখানে জনতা উচ্ছ্বাসের পাশাপাশি কিছু লোক লুটও করে। এ নিয়ে অবশ্য পরে আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কাজ দৃষ্কৃতকারীরা করছে। এদের থেকে সাবধান থাকার আহ্বানও জানান তারা।