১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে গাইলেন সিনেমায় সাগর-শ্রাবনী ‘দুই মা’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৬৯ বার পঠিত

প্রথমবারের মতো গায়ক, সুরকার, সংগীত পরিচালক এস কে সাগর শান ও গায়িকা শ্রাবণী সায়ন্তনী একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন। আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় ‘খোদা জানে’ গানে সাগর শান ও শ্রাবণী কণ্ঠ দিয়েছেন।

এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ তারা দুজন সম্পন্ন করেছেন। গানের কথা লিখেছেন আবুল হোসেন মজুমদার। সুর সংগীত করেছেন এস কে সাগর শান।

এস কে সাগর শান বলেন, ‘খোদা জানে গানটির কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কারণে কথার সঙ্গে সংগতি রেখেই গানটির সুর ও সংগীতায়োজন এমনভাবে করেছি, যেন গানটি শুনেই শ্রোতা-দর্শকের ভালো লাগে। আর আমার সহশিল্পী শ্রাবণীও মন দিয়ে গানটি গেয়েছেন। যে কারণে গানটিও হয়ে উঠেছে শ্রোতা-দর্শকের শোনার মতো গান।

আশা করছি, সিনেমার পর্দায় গানটির চিত্রায়ণও দর্শকের ভালো লাগবে। আর আমি গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু তার পরও একজন গায়ক হিসেবে সুর, সংগীতায়োজন সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি বলে আমি মনে করি।’ নতুন গান নিয়ে শ্রাবণী বলেন, ‘সিনেমায় আমার খুব কমই গান গাওয়া হয়েছে। তবুও খোদা জানে গানটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সুন্দর কথার জন্য আবুল হোসেন মজুমদার ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসঙ্গে শান ভাইয়ার প্রতিও কৃতজ্ঞতা, কারণ মিষ্টি একটা সুরে চমৎকার কম্পোজিশন করেছেন তিনি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

সাগর শানের সংগীত পরিচালনায় সাথী খান গেয়েছেন ‘বিচিত্র মন’, ‘প্রেমের ফান্দে’, ‘বহুরূপী মানুষ’, এফ এস সুমন গেয়েছেন ‘আমার হইলিনা’, ‘কালা বাবু’, জানে আলম গেয়েছেন ‘লাল চান’, ‘চোখের ভাষা’ গানগুলো। সবশেষ মো. ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় এফ এ প্রিতমের সুরে শ্রাবণী ও সাগর শানের সংগীতায়োজেন ‘জানরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিতম কুমার ও শ্রাবণী সায়ন্তনী।

বেকারত্ব নিরসনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা

একসঙ্গে গাইলেন সিনেমায় সাগর-শ্রাবনী ‘দুই মা’

প্রকাশের সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪

প্রথমবারের মতো গায়ক, সুরকার, সংগীত পরিচালক এস কে সাগর শান ও গায়িকা শ্রাবণী সায়ন্তনী একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন। আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় ‘খোদা জানে’ গানে সাগর শান ও শ্রাবণী কণ্ঠ দিয়েছেন।

এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ তারা দুজন সম্পন্ন করেছেন। গানের কথা লিখেছেন আবুল হোসেন মজুমদার। সুর সংগীত করেছেন এস কে সাগর শান।

এস কে সাগর শান বলেন, ‘খোদা জানে গানটির কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কারণে কথার সঙ্গে সংগতি রেখেই গানটির সুর ও সংগীতায়োজন এমনভাবে করেছি, যেন গানটি শুনেই শ্রোতা-দর্শকের ভালো লাগে। আর আমার সহশিল্পী শ্রাবণীও মন দিয়ে গানটি গেয়েছেন। যে কারণে গানটিও হয়ে উঠেছে শ্রোতা-দর্শকের শোনার মতো গান।

আশা করছি, সিনেমার পর্দায় গানটির চিত্রায়ণও দর্শকের ভালো লাগবে। আর আমি গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু তার পরও একজন গায়ক হিসেবে সুর, সংগীতায়োজন সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি বলে আমি মনে করি।’ নতুন গান নিয়ে শ্রাবণী বলেন, ‘সিনেমায় আমার খুব কমই গান গাওয়া হয়েছে। তবুও খোদা জানে গানটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সুন্দর কথার জন্য আবুল হোসেন মজুমদার ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসঙ্গে শান ভাইয়ার প্রতিও কৃতজ্ঞতা, কারণ মিষ্টি একটা সুরে চমৎকার কম্পোজিশন করেছেন তিনি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।’

সাগর শানের সংগীত পরিচালনায় সাথী খান গেয়েছেন ‘বিচিত্র মন’, ‘প্রেমের ফান্দে’, ‘বহুরূপী মানুষ’, এফ এস সুমন গেয়েছেন ‘আমার হইলিনা’, ‘কালা বাবু’, জানে আলম গেয়েছেন ‘লাল চান’, ‘চোখের ভাষা’ গানগুলো। সবশেষ মো. ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় এফ এ প্রিতমের সুরে শ্রাবণী ও সাগর শানের সংগীতায়োজেন ‘জানরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিতম কুমার ও শ্রাবণী সায়ন্তনী।