সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খানের মালিকানাধীন তিনটি পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বন্ধ হয়ে যাওয়া পত্রিকা তিনটি হলো দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম।
শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।
সালেহ বিপ্লব জানান, পত্রিকা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে দৈনিক আমাদের নতুন সময়ের অনলাইন পোর্টালটি চালু থাকবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পত্রিকা তিনটির অফিসে হামলা চালায় আন্দোলনকারীরা।