০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বড় চ্যালেঞ্জ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গলবার (২১ মে) শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা। এ সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা হাথুরুসিংহের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা-নিরীক্ষা। তবে, সিরিজ জয় নিয়ে কোন টালবাহানা চায়না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিলো বিশ্বকাপের প্রস্তুতির শুরু। কিন্তু সিরিজ জিতলেও টি-টোয়েন্টির খোরাক মেটেনি সে সিরিজে। উল্টো শান্ত-লিটনদের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে।

যদিও, টিম ম্যানেজমেন্ট কখনই মানতে চায়নি সে শঙ্কার কথা। বরং আত্মবিশ্বাসের বুলি আওড়ে গেছে সবসময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা।

এ সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায়, তিন ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা।

বোলারদের জন্যও বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে। কারণ, ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রেইরি ভিউতে এখন পর্যন্ত খেলা ৪ টি-টোয়েন্টিতেই রান উঠেছে ভালো। সর্বোচ্চ ২৩০ আর সর্বনিম্ন দলীয় রান এখানে ১৩২। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে ১৭২, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ ১৬১।

বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল। যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। দু’দফায় বাংলাদেশে জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এ দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি।

বাংলাদেশের বড় চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গলবার (২১ মে) শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা। এ সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা হাথুরুসিংহের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা-নিরীক্ষা। তবে, সিরিজ জয় নিয়ে কোন টালবাহানা চায়না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিলো বিশ্বকাপের প্রস্তুতির শুরু। কিন্তু সিরিজ জিতলেও টি-টোয়েন্টির খোরাক মেটেনি সে সিরিজে। উল্টো শান্ত-লিটনদের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে।

যদিও, টিম ম্যানেজমেন্ট কখনই মানতে চায়নি সে শঙ্কার কথা। বরং আত্মবিশ্বাসের বুলি আওড়ে গেছে সবসময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা।

এ সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায়, তিন ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা।

বোলারদের জন্যও বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে। কারণ, ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রেইরি ভিউতে এখন পর্যন্ত খেলা ৪ টি-টোয়েন্টিতেই রান উঠেছে ভালো। সর্বোচ্চ ২৩০ আর সর্বনিম্ন দলীয় রান এখানে ১৩২। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে ১৭২, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ ১৬১।

বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল। যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। দু’দফায় বাংলাদেশে জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এ দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি।