নারায়ণগঞ্জের ফতুল্লার বাংলাবাজার এলাকায় দেওভোগ হাজি উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) ক্লাস বর্জন করে দুপুর ১২ থেকে একটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ১ ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রায় এক হাজার শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের ছত্রছায়ায় অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়ায় নানা অনিয়মসহ শিক্ষা ব্যবস্থার মান দিন দিন কমছে। শিক্ষকরা ক্লাসে যথাযথ পাঠ দান না করে শিক্ষার্থীদের কোচিংয়ে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় বছর জুড়েই তারা নানা ইস্যুতে রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। ফলে বিদ্যালয়টির কোন ধরনের উন্নয়ন হচ্ছে না। এ অবস্থায় শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং ঐতিহ্যবাহী বিদ্যালয়টির সুনাম ও মানদণ্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের।
তাই অবিলম্বে প্রধান শিক্ষক ও অযোগ্য শিক্ষকদের অপসারণ, পরিচালনা কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বহিষ্কার এবং কোচিং ব্যবস্থা বন্ধসহ ছয় দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এসব দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মিছিলও করে তারা।
শিক্ষার্থীদের এই বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকরাসহ পরিচালনা কমিটির কর্মকর্তারা বিদ্যালয় থেকে সটকে পড়েন।
শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে কথা বলতে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।