বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে মারধর করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অপরাধে চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে (৭০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কলমারি উপজেলার ৩৫ নং চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে দাবি করা হয়েছে, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল প্রতিপক্ষ দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিলে বিষয়টি নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের নজরে আসে।
এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে প্রফুল্ল মন্ডলকে কারাগারে পাঠানো হয়।