১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গান বাংলা চ্যানেল ও তাপসকে নিয়ে কী ক্ষোভ ঝাড়লেন: মুনিরা ন্যান্সি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৯৮ বার পঠিত

হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকে। পতনের আগেও ছাত্র আন্দোলনে নামেন অনেক তারকারা। এবার এই মুখ খোলার নাম লেখালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কীভাবে তিনি অবমূল্যায়নের শিকার হয়েছেন তা জানালেন ফেসবুকে।

মঙ্গলবার (২০ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। সেখানে কিছু টিভি চ্যানেলের মালিকানা ও পরিচালনা পর্ষদের পরিবর্তন দাবি করেছেন তিনি। গান বাংলা চ্যানেলকে ‘প্রাণ বাংলা’ লিখে চ্যানেলটির ওপরও ক্ষোভ প্রকাশ করেন ন্যান্সি।

সেই পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘এই দেশে প্রাণ বাংলা নামে একটি গানের চ্যানেল ছিল। চ্যানেলটিতে সাদা পোশাক পরা স্বয়ং তানসেন ছিল। তানসেনের একজন বৌ ছিল। চ্যানেলটির গৃহপালিত অনেক শিল্পী ছিল। বৌটি সেসব শিল্পীর প্রিয় ভাবি ছিল। চ্যানেলটিতে এত বেশি শিল্পচর্চা হতো যে, সেখানে রাতভর সংগীত বিষয়ে গবেষণা হতো, সেটা আবার জাতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে লাইভে দেখতে এবং শুনতে পেতো।’

ন্যান্সি লিখেছেন, ‘তানসেন অ্যান্ড ফ্রেন্ডস বছরজুড়ে হেলিকপ্টারে চড়ে বাংলার আনাচে কানাচে জয়বাংলা কনসার্ট করে দর্শক মাতিয়ে রাখায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তানসেনের খালি কণ্ঠে গাওয়া ‘দে তালি বাঙালি’ গানে ‘পালায় না’ বলেও ভারতে পালিয়ে যাওয়া নেত্রী হাসিমুখে হাততালি দিয়েছেন। নেত্রীর অনুসারীগণ বিভিন্ন উপলক্ষে প্রায়শই কালো রং করা চ্যানেলটিতে গিয়ে নিজেদের জং ধরা কণ্ঠ ঝালাই দিতেন এবং বাহবা কুড়াতেন।’

তিনি লিখেছেন, ‘বিদেশ থেকে একঝাঁক যন্ত্রশিল্পী এনে দেশীয় শিল্পীদের মেলবন্ধনে ‘দিনবদলের হাওয়া’ নামে একটি নিয়মিত অনুষ্ঠান তানসেন এবং তানসেন পরিবারের ভাবী জাতিকে উপহার দিয়েছে। নতুন আঙ্গিকে পুরাতন গানগুলোর পরিবেশনা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। কিন্তু প্রতি গানে অযাচিত তানসেনের উপস্থিতি দর্শকমনে প্রচন্ড বিরক্তির উদ্রেগ করেছে। তানসেন এবং তার স্ত্রী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানের বাইরেও পারিবারিক জমকালো অনুষ্ঠান করতে গিয়ে এত অর্থের জোগান কোথা থেকে পান, আমাদের অবুঝ মনে সেইসব সবুজ প্রশ্ন প্রায়শই জেগে ওঠে।’

সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু চ্যানেল বন্ধ করার দাবি উঠেছে। সেসবের বিপক্ষে অবস্থান নিয়ে ন্যান্সি লেখেন, ‘এখন কিছু টিভি চ্যানেল বন্ধের জোর দাবি উঠছে। বিগত সময়ে আমি বা আমরা বিতর্কিত কিছু চ্যানেলের আধিপত্যর শিকার হয়েছি। তবুও আমি ব্যক্তিগতভাবে কোনো টিভি চ্যানেল বন্ধের পক্ষে না। বরং প্রশ্নবিদ্ধ চ্যানেলগুলোর মালিকানা এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হোক। কেননা বিগত সরকারের সময়ে অনেক চ্যানেলে মালিকপক্ষ মালিকানা হস্তান্তর, এমনকি অনেকে জোরপূর্বক নিজ প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছেন। শোনা যায় ‘প্রাণ বাংলা’ নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি প্রকৃত মালিকের কাছ থেকে দখল করে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করি। চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতির বলয় মুক্ত।’

বর্তমান বিটিভির প্রশংসা করে ন্যান্সি লিখেছেন, ‘বিটিভির জন্য যারা কেঁদে আকুল হয়েছিলেন, তারা আগামী কিছুদিন অন্তত বিটিভি দেখুন। “এমন দেশ কি আদৌ চেয়েছিলাম” না জপে, “বিটিভির প্রচারমান এত স্বল্প সময়ে এত উন্নত হলো কি করে” এই কথা জপুন।’

ন্যান্সির অন্য শব্দ ব্যবহারে নেটিজেনরা বলছেন এই পোস্টটি তিনি গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে নিয়ে দিয়েছেন।

বহু জনপ্রিয় গানের শিল্পী ন্যান্সি দীর্ঘদিন কোনঠাসা। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাকে। ২০১৩ সালের ২১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান জানান দেন এই শিল্পী। সেখানে বিএনপির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি। তারপরই তার বাড়িতে হানা দেয় পুলিশ। তার দাবী আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন স্টেজ শো থেকে বঞ্চিত হয়েছেন এই শিল্পী।

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে আয়োজন

গান বাংলা চ্যানেল ও তাপসকে নিয়ে কী ক্ষোভ ঝাড়লেন: মুনিরা ন্যান্সি

প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪

হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকে। পতনের আগেও ছাত্র আন্দোলনে নামেন অনেক তারকারা। এবার এই মুখ খোলার নাম লেখালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কীভাবে তিনি অবমূল্যায়নের শিকার হয়েছেন তা জানালেন ফেসবুকে।

মঙ্গলবার (২০ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। সেখানে কিছু টিভি চ্যানেলের মালিকানা ও পরিচালনা পর্ষদের পরিবর্তন দাবি করেছেন তিনি। গান বাংলা চ্যানেলকে ‘প্রাণ বাংলা’ লিখে চ্যানেলটির ওপরও ক্ষোভ প্রকাশ করেন ন্যান্সি।

সেই পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘এই দেশে প্রাণ বাংলা নামে একটি গানের চ্যানেল ছিল। চ্যানেলটিতে সাদা পোশাক পরা স্বয়ং তানসেন ছিল। তানসেনের একজন বৌ ছিল। চ্যানেলটির গৃহপালিত অনেক শিল্পী ছিল। বৌটি সেসব শিল্পীর প্রিয় ভাবি ছিল। চ্যানেলটিতে এত বেশি শিল্পচর্চা হতো যে, সেখানে রাতভর সংগীত বিষয়ে গবেষণা হতো, সেটা আবার জাতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে লাইভে দেখতে এবং শুনতে পেতো।’

ন্যান্সি লিখেছেন, ‘তানসেন অ্যান্ড ফ্রেন্ডস বছরজুড়ে হেলিকপ্টারে চড়ে বাংলার আনাচে কানাচে জয়বাংলা কনসার্ট করে দর্শক মাতিয়ে রাখায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তানসেনের খালি কণ্ঠে গাওয়া ‘দে তালি বাঙালি’ গানে ‘পালায় না’ বলেও ভারতে পালিয়ে যাওয়া নেত্রী হাসিমুখে হাততালি দিয়েছেন। নেত্রীর অনুসারীগণ বিভিন্ন উপলক্ষে প্রায়শই কালো রং করা চ্যানেলটিতে গিয়ে নিজেদের জং ধরা কণ্ঠ ঝালাই দিতেন এবং বাহবা কুড়াতেন।’

তিনি লিখেছেন, ‘বিদেশ থেকে একঝাঁক যন্ত্রশিল্পী এনে দেশীয় শিল্পীদের মেলবন্ধনে ‘দিনবদলের হাওয়া’ নামে একটি নিয়মিত অনুষ্ঠান তানসেন এবং তানসেন পরিবারের ভাবী জাতিকে উপহার দিয়েছে। নতুন আঙ্গিকে পুরাতন গানগুলোর পরিবেশনা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। কিন্তু প্রতি গানে অযাচিত তানসেনের উপস্থিতি দর্শকমনে প্রচন্ড বিরক্তির উদ্রেগ করেছে। তানসেন এবং তার স্ত্রী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানের বাইরেও পারিবারিক জমকালো অনুষ্ঠান করতে গিয়ে এত অর্থের জোগান কোথা থেকে পান, আমাদের অবুঝ মনে সেইসব সবুজ প্রশ্ন প্রায়শই জেগে ওঠে।’

সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিছু চ্যানেল বন্ধ করার দাবি উঠেছে। সেসবের বিপক্ষে অবস্থান নিয়ে ন্যান্সি লেখেন, ‘এখন কিছু টিভি চ্যানেল বন্ধের জোর দাবি উঠছে। বিগত সময়ে আমি বা আমরা বিতর্কিত কিছু চ্যানেলের আধিপত্যর শিকার হয়েছি। তবুও আমি ব্যক্তিগতভাবে কোনো টিভি চ্যানেল বন্ধের পক্ষে না। বরং প্রশ্নবিদ্ধ চ্যানেলগুলোর মালিকানা এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হোক। কেননা বিগত সরকারের সময়ে অনেক চ্যানেলে মালিকপক্ষ মালিকানা হস্তান্তর, এমনকি অনেকে জোরপূর্বক নিজ প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছেন। শোনা যায় ‘প্রাণ বাংলা’ নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি প্রকৃত মালিকের কাছ থেকে দখল করে নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করি। চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতির বলয় মুক্ত।’

বর্তমান বিটিভির প্রশংসা করে ন্যান্সি লিখেছেন, ‘বিটিভির জন্য যারা কেঁদে আকুল হয়েছিলেন, তারা আগামী কিছুদিন অন্তত বিটিভি দেখুন। “এমন দেশ কি আদৌ চেয়েছিলাম” না জপে, “বিটিভির প্রচারমান এত স্বল্প সময়ে এত উন্নত হলো কি করে” এই কথা জপুন।’

ন্যান্সির অন্য শব্দ ব্যবহারে নেটিজেনরা বলছেন এই পোস্টটি তিনি গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে নিয়ে দিয়েছেন।

বহু জনপ্রিয় গানের শিল্পী ন্যান্সি দীর্ঘদিন কোনঠাসা। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাকে। ২০১৩ সালের ২১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান জানান দেন এই শিল্পী। সেখানে বিএনপির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন তিনি। তারপরই তার বাড়িতে হানা দেয় পুলিশ। তার দাবী আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন স্টেজ শো থেকে বঞ্চিত হয়েছেন এই শিল্পী।