রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর দিলকুশাস্থ কৃষি ভবনে ১ দফা দাবি আদায়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পালন করেছে বৈষ্যম্যের শিকার বিএডিসির উন্নয়ন প্রকল্প, মাস্টাররোল ও অন্যান্য ক্যাটাগরিতে নিয়োজিত সকল জনবল।
জানা যায়, সারাদেশে বিএডিসিতে কর্মরত বৈষ্যমের শিকার শ্রমিক-কর্মচারীরা বিএডিসির উন্নয়ন প্রকল্প, মাস্টাররোল ও অন্যান্য ক্যাটাগরিতে নিয়োজিত সকল জনবলকে বিএনডিসি’র রাজস্ব খাতে আত্তায়ীকরণের দাবিতে ‘ বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’ শ্লোগানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীদের অংশ নেন।