০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কবুল হয়না যাদের দোয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ০৮:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
  • ৭৩ বার পঠিত

হাদিস শরিফে দোয়াকে ‘মুখ্খুল ইবাদত’ বা ইবাদতের মগজ বলা হয়েছে। প্রিয় নবী (সা.) বলেন, ‘যার জন্য দোয়ার দরজা খুলে দেয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেয়া হয়েছে।’ (তিরমিজি)

মানুষের জীবনের গতিপথ বদলে যেতে পারে দোয়ার বরকতে। নবীজি (সা.) বলেন, ‘দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না।’ (তিরমিজি)

যাদের দোয়া কবুল হয় না

দোয়া কবুল না হওয়ার বেশ কিছু কারণ আছে। তা হলো-ক. পানাহার ও পোশাক হালাল না হওয়া, খ. দোয়ায় ইখলাস ও নিষ্ঠাহীনতা, গ. রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া, ঘ. গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা, ঙ. দোয়ায় অমনোযোগী হওয়া, চ. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া, ছ. সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি।

সবগুলো কারণ বিভিন্ন হাদিস থেকে নেয়া হয়েছে। এ ছাড়া ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বলেন, ১০ বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে?… (‘আল আদাবুল জাদিদ’, তাজকেরাতুল আওলিয়া ও অন্যান্য)

কবুল হয় যাদের দোয়া

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। তিনি বলেন, ‘তিন শ্রেণির মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী : ক. পিতা-মাতার দোয়া, খ. মুসাফিরের দোয়া এবং গ. মজলুমের দোয়া। (আবু দাউদ)

এ ছাড়া অসুস্থজনের দোয়া কবুল হয়। অসুস্থজনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেয়া হয়। হাদিসে আছে, ‘কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো।’ (ইবনে মাজাহ)

অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলেও ওই দোয়া কবুল হয়, নবীজি (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে (অনুপস্থিতিতে) আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য ‘আমিন’ বলেন। (কান্নাকাটি করে দোয়া করলে) নিজের জন্যও এ দোয়া কবুল হয়।’ (মুসলিম)

কোরআন শরিফে নবী-রসুলদের অসংখ্য মাকবুল দোয়ার ভাষা ও বর্ণনা আছে। হাদিসেও আছে নবীজি (সা.)-এর শেখানো ভাষায় মাকবুল দোয়ার বর্ণনা। নিশ্চয়ই মহান আল্লাহ ও তার রসুলের শেখানো ভাষায় দোয়ার তাৎপর্য রয়েছে, এসব দোয়া কবুলের সম্ভাবনাও নিশ্চিত। বুজুর্গদের বহুল চর্চিত-পরীক্ষিত আমল থেকে ‘দোয়ার শক্তি’ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে আয়োজন

কবুল হয়না যাদের দোয়া

প্রকাশের সময় : ০৮:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

হাদিস শরিফে দোয়াকে ‘মুখ্খুল ইবাদত’ বা ইবাদতের মগজ বলা হয়েছে। প্রিয় নবী (সা.) বলেন, ‘যার জন্য দোয়ার দরজা খুলে দেয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেয়া হয়েছে।’ (তিরমিজি)

মানুষের জীবনের গতিপথ বদলে যেতে পারে দোয়ার বরকতে। নবীজি (সা.) বলেন, ‘দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না।’ (তিরমিজি)

যাদের দোয়া কবুল হয় না

দোয়া কবুল না হওয়ার বেশ কিছু কারণ আছে। তা হলো-ক. পানাহার ও পোশাক হালাল না হওয়া, খ. দোয়ায় ইখলাস ও নিষ্ঠাহীনতা, গ. রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া, ঘ. গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা, ঙ. দোয়ায় অমনোযোগী হওয়া, চ. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া, ছ. সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি।

সবগুলো কারণ বিভিন্ন হাদিস থেকে নেয়া হয়েছে। এ ছাড়া ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বলেন, ১০ বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে?… (‘আল আদাবুল জাদিদ’, তাজকেরাতুল আওলিয়া ও অন্যান্য)

কবুল হয় যাদের দোয়া

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। তিনি বলেন, ‘তিন শ্রেণির মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী : ক. পিতা-মাতার দোয়া, খ. মুসাফিরের দোয়া এবং গ. মজলুমের দোয়া। (আবু দাউদ)

এ ছাড়া অসুস্থজনের দোয়া কবুল হয়। অসুস্থজনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেয়া হয়। হাদিসে আছে, ‘কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো।’ (ইবনে মাজাহ)

অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলেও ওই দোয়া কবুল হয়, নবীজি (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে (অনুপস্থিতিতে) আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য ‘আমিন’ বলেন। (কান্নাকাটি করে দোয়া করলে) নিজের জন্যও এ দোয়া কবুল হয়।’ (মুসলিম)

কোরআন শরিফে নবী-রসুলদের অসংখ্য মাকবুল দোয়ার ভাষা ও বর্ণনা আছে। হাদিসেও আছে নবীজি (সা.)-এর শেখানো ভাষায় মাকবুল দোয়ার বর্ণনা। নিশ্চয়ই মহান আল্লাহ ও তার রসুলের শেখানো ভাষায় দোয়ার তাৎপর্য রয়েছে, এসব দোয়া কবুলের সম্ভাবনাও নিশ্চিত। বুজুর্গদের বহুল চর্চিত-পরীক্ষিত আমল থেকে ‘দোয়ার শক্তি’ সম্পর্কে ধারণা পাওয়া যায়।