বন্যার ভয়াল থাবায় আক্রান্ত দেশবাসীর পাশে দাঁড়ালেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ভালোবাসার উপহার পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণ করেন।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলি। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবিও আপলোড করেন।
![](https://www.dainiktarget.com/wp-content/uploads/2024/08/Shobnom-Bubly-dainiktarget-1-225x300.jpg)
এসব ভিডিও এবং ছবির ক্যাপশনে বুবলি লেখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারন এটা আমার মানসিক শান্তি।
বুবলি আরও লেখেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এরপরই বুবলি লেখেন, বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়।
সবশেষে বুবলি লেখেন, আসুন বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিতে সবাই মিলে সহযোগিতা করি।