পটুয়াখালী জেলার আওতাধীন গলাচিপা উপজেলার বিছিন্ন দ্বীপ-অঞ্চল চর বিশ্বাস ইউনিয়নে ১লা সেপ্টেম্বর রবিবার সাইক্লোন বিষয়ক সচেতন মূলক মাঠ মহড়া আয়োজন করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাস্তবায়নে প্রকল্প সুশীলন।
বন্যার আগাম ও বন্যা চলাকালীন সসময় করনীয় কাজ সম্পর্কে অভিনয়ের মাধ্যমে চরাঞ্চলের সাধারন মানুষকে সচেতন করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী শুভ্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরাফাত হোসেন ও আফরোজা পপি। অদিতি এর পরিচালক মনোজ মন্ডল,এসময় উপস্থিত থাকেন, ১২নং চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সন্মনিত চেয়ারম্যান জনাব মোঃ তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী, সহ কয়েজন ইউপি সদস্য।
আরও উপস্থিত ছিলেন চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ মোশাররফ হোসেন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সি,পি’পি,ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সংবাদকর্মী সহ সাধারন জনগণ।
সচেতন মূলক মাঠ মহড়া শেষে ইউনিয়ন চেয়ারম্যান বলেন এমন মহড়া আয়োজন করায় (ডব্লিউএফপি) ও প্রকল্প সুশীলন কে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাঠ মহড়ার মাধ্যমে বন্যার সময় করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই দ্বীপঅঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের’ মাঝে সুশীলন এগিয়ে আসুক এবং এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক,