কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এতিমখানাটা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই এতিমখানা থেকে পড়া-লেখা করে অনেকে আজ বড় বড় কর্মকর্তা ও প্রতিষ্ঠিত।
কিন্তু কালের বিবর্তনে এই প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। বিগত বেশ কয়েকবছর এই প্রতিষ্ঠানে যেমন হয়েছে দুর্নীতি, তেমনিভাবে হয়েছে নানা অনিয়ম।
স্থানীয় ব্যক্তিদের অনুরোধ, বাতিসা এতিমখানার অতীতের পরিচালনা পর্ষদ বা কমিটির যাবতীয় সকল ধরনের হিসাব-নিকাশ সমাধান করা হোক। হিসাব-নিকাশ সমাধানের পর আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে পুনরায় স্বচ্ছ, নির্ভুল, গ্রহনযোগ্য ও যোগ্যতাসম্পন্ন পরিচালনা পর্ষদ বা কমিটি দেখতে চাই। এমন কোন পরিচালনা পর্ষদ বা কমিটি যেন না হয় যে আমাদের অতীতের পুনরাবৃত্তি আবার দেখতে হয়, আবার দুর্নীতির থাবা যেন দেখতে না পাই। তাই সুন্দর, স্বচ্ছ, গ্রহনযোগ্য নির্বাচন দিয়ে যোগ্যতাসম্পন্ন পরিচালনা পর্ষদ বা কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি।