০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নাকে অক্সিজেনের নল, শিশুর পরিবারকে খুঁজছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশের সময় : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৪৪ বার পঠিত

মালয়েশিয়ার একটি রাস্তায় সম্প্রতি মোটরসাইকেলে বাবা মায়ের কোলে থাকা একজন শিশুর নাকে অক্সিজেনের নল লাগানো ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নজরে আসার পর শিশুটির পরিবারকে সহায়তার জন্য তাদের বিষয়ে তথ্য দেয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আহমদ ফারহান ফৌজি জনসাধারণের কাছে ওই শিশুটির পরিবারকে শনাক্ত করতে সহায়তা চেয়েছেন। উদ্দেশ্য ওই পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তা করা।

সচিবের ওই পোস্টের ছবি এবং খবর ব্যাপক প্রচারণা পেয়েছে। সেই প্রচারণার জোর এতটাই যে, ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ছবিতে দেখা গেছে, ওই দম্পতি তাদের দৈনন্দিন কাজকর্মে শিশুটিকে শ্বাস-প্রশ্বাসের সহায়ক যন্ত্র ভেন্টিলেটরের উপর নির্ভর করে দিনাতিপাত করতে হচ্ছে।

ফেসবুকে এক ব্যক্তি জানিয়েছেন, ওই দম্পতি দেশটির কেদাহ রাজ্যের কুয়ালা কেদাহের তামান কোটা নেলায়ানে অবস্থিত একটি বাড়িতে বসবাস করেন। শিশুটির বাবা আজলান নামে পরিচিত যিনি জেলে হিসেবে দৈনিক মজুরির কাজ করেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ দেখে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন আনোয়ার ইব্রাহিম।

নেটিজেনরা বলছেন, একটি ব্যতিক্রম কাজ করলেন প্রধানমন্ত্রী। ভালো কাজের প্রশংসা করতেই হয়। অনেকে ছবি দিয়ে তাকে স্যালুট জানান।

নাকে অক্সিজেনের নল, শিশুর পরিবারকে খুঁজছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

মালয়েশিয়ার একটি রাস্তায় সম্প্রতি মোটরসাইকেলে বাবা মায়ের কোলে থাকা একজন শিশুর নাকে অক্সিজেনের নল লাগানো ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিটি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নজরে আসার পর শিশুটির পরিবারকে সহায়তার জন্য তাদের বিষয়ে তথ্য দেয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আহমদ ফারহান ফৌজি জনসাধারণের কাছে ওই শিশুটির পরিবারকে শনাক্ত করতে সহায়তা চেয়েছেন। উদ্দেশ্য ওই পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তা করা।

সচিবের ওই পোস্টের ছবি এবং খবর ব্যাপক প্রচারণা পেয়েছে। সেই প্রচারণার জোর এতটাই যে, ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ছবিতে দেখা গেছে, ওই দম্পতি তাদের দৈনন্দিন কাজকর্মে শিশুটিকে শ্বাস-প্রশ্বাসের সহায়ক যন্ত্র ভেন্টিলেটরের উপর নির্ভর করে দিনাতিপাত করতে হচ্ছে।

ফেসবুকে এক ব্যক্তি জানিয়েছেন, ওই দম্পতি দেশটির কেদাহ রাজ্যের কুয়ালা কেদাহের তামান কোটা নেলায়ানে অবস্থিত একটি বাড়িতে বসবাস করেন। শিশুটির বাবা আজলান নামে পরিচিত যিনি জেলে হিসেবে দৈনিক মজুরির কাজ করেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ দেখে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন আনোয়ার ইব্রাহিম।

নেটিজেনরা বলছেন, একটি ব্যতিক্রম কাজ করলেন প্রধানমন্ত্রী। ভালো কাজের প্রশংসা করতেই হয়। অনেকে ছবি দিয়ে তাকে স্যালুট জানান।