নোয়াখালী সরকারি ম্যাটসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও মাহিদুল ইসলাম রিনতুর বৈষম্য বিরোধী। ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী সরকারি ম্যাটসে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সমন্বয়েকরা এসব কথা বলেন।
মাহিদুল ইসলাম রিন্তু বলেন, আমরা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়েছে ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের সোনার বাংলাদেশ পুর্নগঠন করতে হবে।কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।ফ্যাসিবাদের দোসরেরা এখনো সক্রিয়। তাদেরকে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
মাহিদুল ইসলাম রিনতু আরো বলেন , হাজার ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটিতে যেন কোনো কালো শকুন থাবা দেওয়ার চেষ্টা করতে না পারে,সেদিকে দৃষ্টি রাখতে হবে। সেই শকুনদেরকে ছাত্র-জনতারা ছিড়ে ফেলতে হবে।
আব্দুল কাদের বলেন- আগামীর বাংলাদেশের সব অন্যায় রুখে দিতে আমরা সারা বাংলাদেশে আমাদের কমিটি পুনর্গঠনের কাজ করছি।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের(ঢাবি), সুমাইয়া আক্তার(ঢাবি), হামজা মাহবুব, (ঢাবি), জিয়া উদ্দিন আয়ান ( জবি),আলী আহাম্মেদ আরাফ, আবু রায়হান, তাসনিয়া নাওরিন, মাহিদুল ইসলাম রিন্তু,ফারিয়া রহমান, খালেদ হাসান, নাঈম আবেদিন,বক্তব্য দেন। এতে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহিদুল ইসলাম হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন।