রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজের ঢালে গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর বাসের চাপায় এসএম নুর ইসলাম (৬০ বছর) বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর একাউন্ট কন্ট্রোলার ছিলেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে স্বজনেরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাগিনা মোহাম্মদ পারভেজ জানান, আমার মামা নুরুল ইসলাম আজ সন্ধ্যার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে শনির আখরা ব্রীজের ঢালে রাস্তা পারাপারের সময় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে মামাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমার মামার বাড়ি শরীয়তপুর জেলার, জাজিরা থানার ওমরদিকান্দি গ্রাম তার পিতা মৃত শামসুদ্দিন। বর্তমানে শনির আখড়া ছাপরা মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।