জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন ড. ইউনূস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯১ বার পঠিত হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ ড. ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অধিবেশনে যোগ দেন তিনি। অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটসহ রাষ্ট্র সংস্কারে নেয়া নানা উদ্যোগ তুলে ধরার কথা রয়েছে তার। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন ড. ইউনূস।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে তার ভাষণে। ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ড. ইউনূস।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সেখানে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতিরোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। একইসঙ্গে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ড. ইউনূস।

জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন ড. ইউনূস

প্রকাশ: ১০:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অধিবেশনে যোগ দেন তিনি। অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটসহ রাষ্ট্র সংস্কারে নেয়া নানা উদ্যোগ তুলে ধরার কথা রয়েছে তার। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন ড. ইউনূস।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে তার ভাষণে। ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ড. ইউনূস।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সেখানে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অর্থ পাচার ও দুর্নীতিরোধ ছাড়াও নিশ্চিত করা হচ্ছে সুশাসন। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। একইসঙ্গে প্রবাসী ও মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ড. ইউনূস।