তামিমকে আবারও অধিনায়ক হিসেবে ঘোষণা করলেন ফরচুন বরিশাল। তিনি শীঘ্রই মাঠে ফিরছেন বিপিএল দিয়েই। সেটি হতে পারে আগামী ১৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট। এবারের বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল।
বিপিএলের প্রথম ৪ মৌসুমের ৩ টিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর।
তামিমের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সেরা ক্রিকেটাররা।
এদিকে তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গেও। এছাড়াও, বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে। আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি।