খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ৭ (অক্টোবর) বেলা ১১ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধী গাছ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচি অনুষ্টিত হয়।
কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চলনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ। যুব দল নেতা ইছানুর রহমান,আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু),মাসুদুর রহমান,দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন, মাশরাফি মেহেদী হাসান,মিনারুল ইসলাম অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর, মিলন, আশিকুজ্জামান, আঃ সালাম প্রমুখ।
ছাত্রদলের সভাপতি আরিফ বিল্ল্যাহ সবুজ বলেন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সাথে মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রন করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, এ হাসান বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষ রোপনের বিকল্প নেই।বৃক্ষরোপণ করা একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এটি অব্যাহত থাকবে।