কয়রায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্টিত হয়েছেন। এবছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি ও দাবায় ৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়।
আজ সকাল ১০ টায় কয়রা উপজেলার পরিষদ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম, ঘুগরাকিঠি ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ মোঃ সুজাউদ্দীন, বে সিন মিম আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ মোশারফ হোসেন, জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবাজ হোসেন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, ভাগবা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আমির আলী সরদার, কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, চৌকুনী দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা। অনুষ্টানে বিভিন্ন ধরনের খেলাধুলা পরিচালনা করেন, দিপক কুমার মিস্ত্রি, সাইফুল ইসলাম, আঃ রাজ্জাক, হুমায়ুন কবির, মেসবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তৃব্যে উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, তরুণদের মানসিকতার বিকাশে খেলাধুলার বিকল্প নাই। তরুণ ও যুবসমাজকে ক্রীড়াঙ্গনমুখী করতে হবে। শারীরিক ও মানসিকতা বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলায় যারা খেলাধুলা করে গৌরবময় অর্জন করেছেন তারা জেলা পর্যায়ে ভালো খেলবে। বিজয় ছিনিয়ে আনবে আমাদের সকলের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝেই পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।