ঘূর্ণিঝড় ডানার কারণে সংশ্লিষ্ট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্রের যাচাই-বাছাই ও মাঠ বিষয়ক পরীক্ষা পেছানো হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় ডানার কারণে সংশ্লিষ্ট জেলাসমূহের ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠ বিষয়ক পরীক্ষা ২৫-২৭ অক্টোবর হওয়ার কথা ছিল। এই পরীক্ষা ২৯-৩১ অক্টোবর পূর্ব নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড় ডানা বাংলাদেশের সমতলে আসার কোনোভাবেই আশঙ্কাজনক নেই বলে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ডানা বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড় ডানার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি।
বজলুর রশিদ আরও বলেন, ঘূর্ণিঝড় ডানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ডানা এখন মংলা থেকে ৪৮৫, পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে আছে। কক্সবাজার থেকে ৪৫৫ আর চট্টগ্রাম থেকে ৫৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।