জনস্বাস্থ্যের সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্বে প্রত্যাহার করা হোক স্লোগানকে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থার লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে এবং এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় ২৮ অক্টোবর আলোচনা সভা সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
সভায় বিগত সময় তামাকমুক্ত নিয়ন্ত্রনে কি কার্যক্রম বাস্তবায়ন হয়েছে তার বিস্তারিতভাবে আলোচনা হয়।
নিয়মিত প্রচার প্রচারণা অব্যহত রাখা ও ট্যাব ভায়োলেন্স এর বিরুদ্ধে সচেতনতা ও আইনী ব্যবস্থা গ্রহন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকার ৮.১ ধারা অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিক্রয় কেন্দ্রের জন্য আলাদা লাইসেন্স গ্রহন করার ব্যপারে আলোচনা হয় এবং বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের এফএসও শেখ আরিফুল হক, সঞ্জয় কুমার চাকি, সহকারী, মোঃ দুলাল হোসেন, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা, এ.কে.এম ওয়াহিদ চৌধূরি, ইউডি, মোঃ মাইনুল ইসলাম, এসআই, ফারজানা রহমান, এইচ এ আকতারুন্নেসা, ও, এ, মোঃ আলাউদ্দিন, সিইএসকে, মোঃ কামরুন হাসান, এইচএ, মাসুদুর রহমান, ইপিআই-এসইউপি, আতিকুল হক, এসআই, ড. মোঃ তারিকুল ইসলাম, আরপি, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, প্রমূখ অংশগ্রহণ করেন।