সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পারের ধাক্কায় আব্দুল করিম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার গোডাউন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম হায়বাতপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল করিম তার বাড়ি থেকে সকাল ৯ টার দিকে মোটরসাইকেল যোগে শ্যামনগরে যাচ্ছিলেন। উপজেলার গোডাউন মোড়ের স্থানে পৌঁছালে একটি ডাম্পার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল করিম। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলাপারকে আটক করা সম্ভব হয়নি।