৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ভৈরবে প্রথম আলোর অফিসে পৌর শহরে বঙ্গবন্ধু স্মরণী সালাম প্লাজায় এই প্রথম ক্ষুদ্র পরিসরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
শুরুতে অনুষ্ঠানের জাতীয় সংগীত ও ৫ই আগস্ট বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শহীদদের বিদেহী আত্মার মাগ-ফেরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর প্রতিবেদক সুমন মোল্লা কে ফুলেল শুভেচ্ছা জানান, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রথম আলো বন্ধু সভা ভৈরব শাখার সাবেক ও বর্তমান সদস্যগণ।
পরে প্রথম আলো বন্ধুসভা ভৈরব শাখার সদস্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
অতিথিদের মাঝে শীতকালীন পিঠা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।