অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। উপদেষ্টা পরিষদে আরো ৫জন যোগ দিচ্ছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।
এখনো পর্যন্তও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন।
গত ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথগ্রহণ নেয়। ৮ আগস্ট শপথগ্রহণ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো ৪ জন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন।
নতুন করে আরো ৫ জন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৬ জনে দাঁড়াবে।