লন্ডনের ম্যানেচেস্টার শহরে চলচ্চিত্র কর্মশালায় উপস্থিতি হওয়ার জন্য রাজু আহাম্মেদ চলচ্চিত্র পরিচালক আগামী ৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজু আহাম্মেদ সম্প্রতিক লন্ডনের ম্যানেচেস্টার শহরে। একটি চলচ্চিত্র কর্মশালায় কর্মশালায় আহ্বানে আগামী ৯ই ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ওখানেই তিনি ২ সপ্তাহ কোর্সের উদ্বোধন করবেন সারা বিশ্ব থেকে প্রায় ৫৫ জন প্রতিষ্ঠিত যথা পরিচালক ওখানে উপস্থিত থাকবেন।
রাজু আহাম্মেদ চলচ্চিত্র নির্মাণে আসেন ২০১১ সালের ভূল চলচ্চিত্রের মাধ্যমে একটি নিটল প্রেমের সিনেমা বাস্তবধর্মী এইডস এর উপরে নির্মিত এই চলচ্চিত্রে বেশ কয়জন নতুন মুখ উপহার দেন চলচ্চিত্র পরিচালক রাজু আহাম্মেদ। চিত্রনায়িকা আঁচল সর্বপ্রথম রাজু আহাম্মেদ এর ভুল সিনেমা দিয়েই পদ্মায় আসেন। চলচ্চিত্রটি সুদি মহলে ব্যাপক প্রশংসা করায় এবং কি দিল্লি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা হিসেবে এটা প্রচার হয় এবং ৩টি ক্যাটাগরিতে চলচ্চিত্রটি পুরস্কৃত হয় চলচ্চিত্রটি আমেরিকার ডালার্সে বোস্টান ফিল্ম ফেস্টিভলে প্রদর্শিত হয়।
বর্তমানে রাজু আহাম্মেদের কাছে ২টি চলচ্চিত্র নির্মাণাধীন চলচ্চিত্রের বাজার খুব প্রসারিত নয় বলে চলচ্চিত্র ২টি নির্মাণের ধীরগতি হচ্ছে বাংলাদেশের সিনেমা হলের অবস্থার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাণের দীর্ঘতি পরিলক্ষিত হয়।
পরিচালক রাজু আহাম্মেদের বলেন, ২০২৫ সালের থেকে আবার চলচ্চিত্র ২টি নির্মাণ কাজ শেষ করে মুক্তি দেওয়ার কথা ভাবছি।
এ বছরেরই শেষ দিকে আরো একটি কর্মশালায় যাওয়ার জন্য ইতালিতেও আমন্ত্রণ গ্রহণ করেছেন সম্ভবত ডিসেম্বরের শেষ দিকে শুরু হবে।
বাস্তবভিত্তিক সিনেমার গল্প নির্মাণে রাজু আহাম্মেদ একটি প্রশংসা সর্বমহলের সর্ববৃহীত তাই তার কর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রযোজকরা এখন উন্মুখ হয়ে বসে আছেন।