৩০ আগষ্ট ২০২৪ অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র ব্যক্তিত্ব চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের উপস্থিতিতে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি গঠন।
ইতোপূর্বে ঘোষিত চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে আহ্বায়ক ও চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু)-কে সদস্য সচিব করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির সাংগঠনিক তৎপরতা গতিশীল ও কার্যকর করতে দেশবরেণ্য চলচ্চিত্র সতীর্থদের নিয়ে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন ও একুশ জন যুগ্ম-আহবায়ক মনোনীত করা হয়েছে। অবিলম্বে সন্মানিত সদস্যদের নাম ঘোষণা করা হবে।
উপদেষ্টা পরিষদ
মনিরুজ্জামান মনির গীতিকার, প্রযোজক ও পরিচালক মালেক আফসারী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রেজা লতিফ, চিত্র গ্রাহক প্রযোজক ও পরিচালক আবুল খায়ের বুলবুল, পরিচালক ও প্রযোজক রাজু আহাম্মেদ, প্রযোজক ও পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক শহীদুল্লাহ ফারাজি, গীতিকার ও লেখক ইথুন বাবু, গীতিকার সুরকার ও গায়ক এইচ এম এ মান্নান, চলচ্চিত্র প্রযোজক নিউ স্টার কর্পোরেশন মোহাম্মদ রফিক উদ্দিন, চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র পরিচালক মোঃ আওলাদ হোসেন, চলচ্চিত্র প্রদর্শক কাসেম আলী দুলাল, চলচ্চিত্র পরিচালক হেদায়েতুল্লাহ খান, (জাদু আজাদ) অভিনেতা, প্রযোজক ও পরিচালক মোঃ খোরশেদ আলম চিত্র গ্রাহক।
আহ্বায়ক কমিটি (আংশিক)