চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৮৬ বার পঠিত হয়েছে

বিএসটিআই রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

উত্তরায় র‌্যাবের পোশাক পরে এক কোটি টাকার ছিনতাই, তদন্তে নেমেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০৮:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।